তারিখ:- ১৬-০৮-২০১৪ইং
বরাবর,
চেয়ারম্যান সাহেব
১নং লালপুর ইউনিয়ন পরিষদ
লালপুর,নাটোর ।
বিষয়: অভিযোগ প্রসঙ্গে ।
বাদী | বিবাদী |
মোছা: রাশিদা বেগম স্বামী: মো: জামাত আলী গ্রাম: রামকৃষ্ণপুর ডাক+উপজেলা: লালপুর ৬৪২১ জেলা: নাটোর । | 1. মো: জামাত আলী পিতা: মরহুম ফুলবাস আলী 2. মো: আকবর আলী পতা: মো: জামাত আলী গ্রাম: রামকৃষ্ণপুর ডাক+উপজেলা: লালপুর ৬৪২১ জেলা: নাটোর । |
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। বিবাদী আমার স্বামী। আমার স্বামীর দুই বৌ। আমি ছোট বৌ। আমাকে ও আমার ছেলেকে না জানিয়ে আমার স্বামী তার বড় ছেলেকে সমসত্ম সম্পত্তি রেজিষ্ট্রি করে দিয়েছে। এখন আমি আপনার নিকট আমার দরখামত্ম পেশ করলাম যেন আমি ও আমার ছেলে সমসত্ম সম্পত্তির সমান ভাগ পাই ।
অতএব জনাবের নিকট আমার আকুল প্রার্থনা বিষয়টি অতি গুরম্নত্বের সাথে দেখিয়া এর সঠিক ও সুষ্ঠ সমাধান করে দিতে আপনার আপনার একামত্ম মর্জ্জি হয় ।
নিবেদক
মোছা: রাশিদা বেগম
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS